খুলনায় ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

Skillবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস খুলনা জোনের উদ্যোগে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার দুইদিন ব্যাপি এক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম খুলনার একটি মসজিদে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক ও খুলনা জোনাল তত্ত্বাবধায়ক এইচ. এম. এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে বিষয়ভিত্তিক আলোচনা, গ্র“প ডিসকাসন, নির্দিষ্ট বিষয় মুখস্তকরণ ইত্যাদি কর্মসূচির অন্তভূর্ক্ত ছিলো। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, মহানগরীর সাবেক সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান, জেলার সাবেক সেক্রেটারি মাওলানা জোবায়ের আহমদ। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর শহর সভাপতি মাহবুব উল্লাহ, কুষ্টিয়া শহর সভাপতি শরিফুল ইসলাম, খুলনা জেলা সভাপতি আবদুল কাইয়ুম, কুষ্টিয়া জেলা সেক্রেটারি সেলিম রেজা, ইসলামী বিশ্ববিদ্যালয় বায়তুলমাল সম্পাদক রাশেদুল ইসলাম, খুলনা মহানগরী সভাপতি মুহা: ফয়জুল্লাহ সিদ্দিকী, পাবনা শহর সভাপতি জিল্লুর রহমানসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসনাইন বলেন, এই জাহেলী সরকারকে উৎখাত করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের নিজের জীবন বিলিয়ে দিতে হবে। একদলীয় নির্বাচন করে ক্ষমতাসীন এই বাকশাল সরকার নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্য উপজেলা নির্বাচনের নামে জাতির সাথে তামাসা করেছে। তিনি ছাত্রদের নিজের জীবন গঠনের পাশাপাশি সমাজ পরিবর্তনের যোগ্য কর্মী হিসাবে গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি