লন্ডনে খেলাফত মজলিসের সীরাতুন্নবী সা. সেমিনার অনুষ্ঠিত

Majlisখেলাফত মজলিসের অন্তর্জাতিক সম্পাদক অধ্যপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, কর্মী বা নেতৃত্বকে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বা জীবন পরিচালনার লক্ষ্যে প্রয়োজন নবী (সাঃ) এর সিরাত বেশী করে অধ্যায়ন করা। যদি নবীর আদর্শকে জীবনের চলার পথে যোগ করতে পারেন, তখন সমাজ পরিচালনায় আপনি হবেন ইসলামের মূর্ত প্রতীক । তার চিন্তা-ভাবনা, কথাবার্তা, আচার-আচরন এবং যাবতীয় কাজকর্মে ইসলামের সঠিক রূপ প্রতিফলিত হয়ে উঠবে , তাই প্রয়োজন মুসলিম উম্মাহের একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসুলুল্লাহর (সাঃ) চরিত্রের সর্বোত্তম শিক্ষাকে একজন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রের সর্বচ্চো ব্যক্তিকে দুনিয়া-আখেরাতের মুক্তির জন্য অর্জন করা।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সিরাতের উপর প্রবন্ধ পেশ করেন মাওলানা মাহমুদুর রহমান তালুকদার তিনি বলেন, নেতার আনুগত্য ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত কর্মীদের অবশ্যকর্তব্য । এ সম্পর্কে আল্লাহ বলেন, “মুমিনগণ, আল্লাহর আনুগত্য কর, রাসুলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে থেকে যে উলুল আমর তার আনুগত্য কর ।তিনি দায়িত্বশীলের আনুগত্য বর্ণনা করতে সহীহুল বুখারী হতে নবীর হাদিস বলেন, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো ।যেই ব্যক্তি আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো I আর যেই ব্যক্তি আমীরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো ।যেই ব্যক্তি আমীরের অবাধ্য হলো সে আমারই অবাধ্য হলো ।

গত ৫ই মার্চ ইস্ট লন্ডনস্থ আল্হুদা সেন্টারে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা তায়ীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সিরাত সেমিনার ২০১৪, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন নিউহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইমরান আহমাদ। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করছেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।
এতে বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল কাদির, আল-কুরআন রিসার্চ ফান্ডেশনের সভাপতি ও খেলাফত মজলিস নেতা মুফতি শায়েখ হাসান নূরী চৌধরী, খেলাফত মজলিস ইউকের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল করীম ।

এছাড়া আলোচনায় অংশ গ্রহন করেন, বাংলাদেশ হতে আগত মজলিস নেতা মাওলানা গিয়াস উদ্দীন, লন্ডন মহানগরীর সহ সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, মুহাদ্দিস হুমায়ুন রশিদ নূরী, টায়ার হ্যামলেটস শাখার সভাপতি ও বিশিষ্ট টিভি আলোচক মাওলানা মুহাম্মদ নুফাইস আহমাদ, বেথনাল গ্রীন শাখার সহ সভাপতি হাফিজ আব্দুস শহিদ, পপলার ও কানিংটাউন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমাদ প্রমুখ। বিজ্ঞপ্তি